গাইতে পারি খুশীর ওগান হৃদয় ছোঁয়া সুর।
দেখবে আমায় তাপান্তরে মেঘের ভেলায় দুর।।
কুশুম বাগে কুশুম কলি হাওয়ার সনে দোল।
পেয়ার ভরা আদর সোহাগ শিশু মায়ের কোল।।
ঝিলের জলে পদ্ম শালুক উঁচু তাদের শীর।
পাখির গানে মুগ্ধ হেথা ঝিলের দুটি তীর।।
মধু মাছির গুনগুনানি একতারা তার সুর।
বাউল গানে ছন্দে মিশে হাওয়ায় ভেসে দুর।।
কৃষাণ চলে মাঠের পাণে নয়ন দুটি তার।
স্বপ্ন দেখার স্বপন গুলি গেঁথে সখের হার।।
যতন করে রাখা যেন প্রেমের উপহার।
সোনা ফলা ক্ষেতের ফসল তাহার পুরষ্কার।।
চাঁদনী রাতে চাঁদের আলো ঝিলের জলে ঢেউ।
মুক্তা মাণিক থরে থরে সাজিয়ে গেছে কেউ।।
আমার এমন মুক্ত পাখী দিক ঠিকানা হীন।
দোয়েল কোয়েল ময়না টিয়া তাদের কাছে ঋণ।।