ভোরের পাখীর ডাক শুনে আজ উতাল হল মন।
চোখ মেলিতে অবাক দেখি, ফুলেল সারা বন।।
গুঞ্জরিত মৌমাছি তার মধুর আহরণ।
শন শনিয়ে চলে ছুটে মাতাল সমীরণ।।
ঝিলের জলে পদ্ম শালুক উঁচু তাদের শীর।
কুল কুলিয়ে ঢেউয়ের খেলা বাঁধন দুটি তীর।।
ডাউক পাখীর ডাকা ডাকি হাওয়ায় মিশে তাই।
দিগন্তে ঐ চলে ছুটে অসীম সিমানায়।।
গাঁয়ের চাষি মাঠের পানে সাথে গরুর পাল।
জেলে চলে নদীর ঘাটে কাঁধে তাহার জাল।।
পূবের পানে রঙ্গ লালিমা দিনের আগাজ তাই।
কৃষাণ বধূর তড়িঘড়ি বসবে সময় নাই।।
বাউল তাহার একতারা তান, গাঁয়ের পথে দুর।
ধানের ক্ষেতে মন মিতালী বাজে তাহার সুর।।
ধন্য আমার নয়ন তবে ধন্য আমার মন।
তারি তরে শুকুর খোদা সদাই সারাক্ষন।।