চাঁদকে ডেকেছি ছাড়াতে জোছনা আমার আঙ্গিনা ভর।
পরীর মেয়েরা নাচিবে হেথায় সাজাবে আমার ঘর।।
মেঘেরে ডেকেছি বরষে বারীধা আমার পতিত ভুঁই।
জাগিয়া উঠিবে ফুলের শিশুরা শেফালী গোলাপ জুঁই।।

ফুলেরে বলেছি ছাড়াতে সুবাসি আমার আঙ্গিনা সারি।
দোয়েল কোয়েল গাহিবে হেথায় সুখ সারীদের জারি।।
ঝিঝিরে ডেকেছি বাজাবে বাঁশী  রাত পোহাবার লাগি।
জোনাকি জ্বালাবে পিদিম বাতি সারা রাতময় জাগি।।

ডেকেছি পবণ উতালী পাতাল সারাটা ফসলী মাঠ।
ধান কাউনের দোসরী খেলায় হেলিয়া দুলিবে পাট।।
সাঁঝেরে ডেকেছি গোধূলির রং সেকি অপরূপ আঁকা।
চোখের অদুরে মিশে গেছে সব আঁধারে পড়েছে ঢাকা।।

ডেকেছি ফাগুন এসেছে কলি কাননে বাহারে ফুল।
শাড়ীর আঁচল উড়েছে সাহসা হয়তো আমারি ভুল।।
হয়তো স্বপন হয়তো এমন হয়তো হৃদয় মায়া।
হয়তো প্রেমের ভালো লাগা ভুল হয়তো খুশীর ছায়া।।