কাল সকালে বলবো আমি রক্ত জবায় ডাকি।
রাঙিয়ে দিবে ওষ্ঠ তোমার আলপনাতে আঁকি।।
প্রভাত বেলার মুক্ত হাওয়া তোমার ঘরে এসে।
রাঙিয়ে যাবে বদন তোমার স্পর্শ ভালোবেসে।।
বর্ষা রানী তোমার তরে ছন্দ আবার তাল।
রিমঝিমিয়ে গান শুনিয়ে নামে টিনের চাল।।
সন্ধ্যা হলে শুনবে তুমি হাজার কীটের শোর।
প্রভাত রবি আসবে হেসে কেটে যাবে ঘোর।।
শরত বেলার শিশির কণা মুক্তা রুপে এসে।
চরণ তবে রাঙিয়ে যাবে প্রাণ খুলে তাই হেসে।।
ধবধবে রঙ মেঘের ছানা তোমার আঙ্গিনায়।
স্বপ্ন দেখার ঘুম ভাঙ্গাবে হালকা বরষায়।।
ফাগুন বেলার রঙ বাহারে হাজার নামের ফুল।
প্রভাত ফেরীর রঙ লাগাবে মন দরিয়ার কুল।।
কুসুম বাগের কুসুম রানী তোমার দ্বারে এসে।
বধূর সাজে রঙ সাজাবে দেখবে লোকে হেসে।।
আমার কথা নাইবা বলি রইলো হৃদয় মাঝ।
স্বপ্ন দেখার সময় কত সকাল দুপুর সাঁঝ।।
সকল কথা তোমার তরে কল্পনাতে মন।
জানি তুমি অনেক দুরে ছেড়ে হাজার বন।।