কাটতো সময় অপেক্ষাতে আসবে চিঠি ঘর।
দিন রজনী সমান ধারা চলেতো সমান্তর।।
দুর প্রবাসে মানস প্রিয়া তাহার খবর নাই।
লিখবে চিঠি আসবে ডাকে তাইতো সময় চাই।।
মনের কথা কইবে কারে শরম লাজে তাই।
আঁচল দিয়ে মুখ ডেকেছে মনেই মনে হায়।।
কুশুম বাগে কুশুম কলি হাওয়ার সনে মিত।
কুলের বধূ ঘোমটা মাথায় যুগান্তরের রীত।।
কোথায় গেছে চিঠির ভাষা কোথায় রঙ্গের খাম।
যুগের হাওয়া বইছে এমন বিলীন তাদের নাম।।
চলছে এখন দুর আলাপন শুধুই কান ও কান।
গোপন কথা নয়তো গোপন কোথায় অভিমান।।
আপন পরের বিচার এখন শুধুই হ্যালো হাই।
চাঁদের খবর আছে তবে ঘরের খবর নাই।।
কোথায় নীতি কোথায় মানুষ কালের চাকায় দুর।
সভ্য এখন মানুষ মোরা লোকেই সুরাসুর।।