হাত ও পায়ের শক্তি গেছে চোখের নজর কম।
চলতে গেলে পা চলে না আটকে আসে দম।।
কানের মাঝে ঝিঝি পোকা দিবস নিশী শোর।
রাত কেটে যায় ঘুম আসে না এমনে আসে ভোর।।

সব ভুলে যায় সকল কথা স্মরণ গেছে দুর।
বাজে না আর প্রাণের বাঁশী শুনিনা তার সুর।।
দেখি না আর আপন সাথী বন্ধ ঘরের দ্বার।
তিমির রাতে হুতুম পাখী দুখের খবর কার।।

সন্ধ্যা আসে পিদিম জ্বলে একলা বসে রই।
ইষ্টি কুটুম দুর প্রবাসে নিজেই পাগল হই।।
দেখে না কেউ চোখের পানি সাগর পাণে ধায়।
ভবের মাঝে মানুষ ভারি আমার কেহই নাই।।

স্বপ্ন দেখার হাজার রাতি শুধুই হল পার।
দুঃখ আমার জীবন সাথী দুঃখ গলার হার।।
নাই ভাবি নাই এমনি হবে আমার জীবন দিন।
উজান চলার ক্ষুর নদী আসবে হয়ে ক্ষীণ।।