নেয়না তোমার কাজল আঁকা ঠোঁটে মাখা লালি।
মনের দুয়ার বন্ধ তবে হয়ত হৃদয় খালি।।
ঠিক না বেঠিক তুমিই জানো দিন বা রাতের কালি।
যোগ্যতা মোর বাগান বাড়ী রাখতে পারো মালি।।
কানে তোমার ঝুমকা দোদুল নাকে আবার নাকফুলি।
কপালে এক রঙ ফোঁটাতে সপ্ত রঙ্গের রঙ তুলি।।
কোন নামে যে ডাকি তোমায় যদি বলি বুলবুলি।
ডালে ডালে উড়বে না তো এধার ওধার চুলবুলি।।
তোমার দীঘল কাজল কেশে উড়ে ভ্রমর গুঞ্জরি।
জানিনা সে কেমনে পেলো তোমার আদেশ মঞ্জুরি।।
নূপুর বাজে রুমঝুমিয়ে হাওয়ার সাথে গুঞ্জরি।
দুর পথিকের উদাস মনে চলছে শুধুই বাঞ্জারী।।
হাঁ শুনিলেই ক্ষান্ত হবে পথ চলাটা তাই বলি।
ভোর সুবাসে জাগ উঠিবে মোর বাগিচার ফুলকলি।।
নিরবতায় হাঁ মানিলে সাজাবো আজ মন গলি।
স্বাগতমে স্বাগত তবে জীবন স্বাদে মঞ্চলি।।