ভয় কিরে তোর ধু ধু বালুচর, শক্ত মনের বল।
আল্লাহ হবে চির সাথী তোর, লোক পাবি দলে দল।।
ফুলের মালা হবে তোর গলে ভালোবাসা সব গান।
দিকে দিকে হবে জয় জয়াকার দেখবি মায়ার টান।।
মেঘে মেঘে হবে মেঘ সমাগম সূরজ হবে রে দুর।
মনের আশা হবে রে পূরণ বাজিবে মিলন সুর।।
শন শন শন উতালী পবণ রিম ঝিম বরষায়।
তটনীর বুকে তরী সারি সারি যাবে দুর সীমানায়।।
লাল গোলাপির ফুলে সমারোহ মৌমাছির ভন ভন।
মহুয়া মাতাল অলি গলি হেথা জেগে উঠা সারা বন।।
নাহিবার ছলে গাঁও ঝিয়ারী উড়ায়ে আঁচলে শাড়ী।
কেহবা হেথা স্নান সমাপন কেহবা চলিবে বাড়ী।।
সবুজ ঘাসের রাশি রাশি ফুল লাল হলুদের মেলা।
ধেনু দলে দল চরিবে হেথায় শাবক করিবে খেলা।।
বিহগ কুলের কুহু কলতান, রাখালী বাঁশীর সুর।
ঘোমটা মাথায় আলতা পায়ে- নাহি রে সেদিন দুর।।