আমার হৃদয় দেখি হাহাকার, ধু ধু করে বালুচর।
তপ্ত রোদে উতালি পবণ বাঁধিতে পারিনি ঘর।।
বুঝে নাহি পাই নাই আপনার ভালোবাসা নামি ফুল।
যায়নি কভু এই পথে মোর কেহবা করিয়া ভুল।।
বুক আশা হায় কভু মেঘ তাই আসিবে সূরজ আগে।
ছায়া হবে হেথা লোকে সমাগম বুকে তাই আশা জাগে।।
রিম ঝিম ঝিম বরষা পাগল তটনী চলিবে দুর।
খেয়া ঘাট মোর হবে গো সজিব লোকে হবে সুরাসুর।।
কাননে কুশুম অলি গলি ঘ্রাণ বাতাস মিশিবে তাই।
কোকিলের কুহু কদমের শাখে বহুদূর শোনা যায়।।
তরী বাহে মাঝী ভাটিয়ালী সুর পূবালী হাওয়ায় ধায়।
জলকে চলার পল্লী বধূর আলতা পরিবে পায়।।
গরু ছাগলের শত শত পাল সবুজ ঘাসের মাঝে।
খাদ্যের লাগি হবে ছুটাছুটি সকাল দুপুর ও সাঝে।।
রাখালি বাঁশীর একটানা সুর পাখিদের কলতানি।
ঘোমটা মাথায় বধূ হবে সেই আমার হৃদয় রাণী।।