গোধূলির বেলা এই তো শুরু লালে লাল ধরাময়।
ধরণীর বুকে দিন সমাপন আঁধার করিবে জয়।।
পশ্চিমে চলে সাদা-কালো মেঘ অসীমের সীমানায়।
ধরা বুকে জানি কত কিছু হেথা দেখিবারে ছলনায়।।
বিহগ বিহগী আপনার টানে কূলায় ফিরেছে দল।
কিচিমিচি সুর সারাটা গগন মুখরিত ধরা তল।।
ফিরেছে কৃষাণ ঘর আপনার সাথে গবাদির পাল।
ধুলি একাকার ফসলের মাঠ দিকে দিকে সারা লাল।।
তরী খেয়া ঘাট লোক সমাগম দিনের যাত্রা শেষ।
কুলকুলে ঢেউ বহিছে পবণ হৃদয়ে লাগে তা বেশ।।
আল্লাহ রসুল জয় ধ্বনি সব তটনি দেবে তো পার।
সহায় আছেন সর্ব সদাই- সাধ্য আছে বা কার।।
স্নান সমাপন, গাঁয়ের বধূ ঘরে ফিরে বাঁধি দল।
ঘোমটা মাথায় দ্রুতগতি পায় ঘড়া ভরা কাঁখে জল।।
কাননে কুশুম নানা রং তার কাহারো বিদায় দিন।
কেহবা আবার হাসি ভরা মুখ ভ্রমর বাজায়ে বীণ।।