দুর গগনে সন্ধা রবি নামবে তবে ঘোর।
বাঁশ বাগানে কিচির মিচির নানান পাখীর শোর।।
মাঠের কৃষাণ ঘরের পানে আপন মায়ার টান।
কলসি কাঁখে গায়ের বধূ- দিঘীর জলে স্নান।।

হাসনাহেনা ফুলের কলি ভাঙ্গবে এবার ঘুম।
চাঁদ জোসনার ভালোবাসা পাতায় পাতায় চুম।।
ঝি ঝি পোকার সুরের বাঁশী বাজবে রাতিময়।
জ্বালবে জোনাক নিয়ন বাতি রাত করিবে জয়।।

নীল গগণে তারায় তারায় চাঁদের পরিবার।
সবার সনে মন মিতালী বিনা সুতার হার।।
কাল প্রভাতে আসবে রবি হবে জানি ভোর।
শুনব আবার কিচির মিচির নানান পাখীর শোর।।