বলবো না আর ভালোবাসি, কথা এমন নয়।
দেখেছি তো অনেক কিছু পরিণামের ভয়।।
কেউ দিয়েছে গলায় দড়ি কেউ খেয়েছে বিষ।
শত প্রাণের জলাঞ্জলি মরণ বাঁশীর শিস।।
কেউ ছেড়েছে আপন নিবাস, স্বজন গেছে দুর।
মাসের পরে বছর ফুরায় প্রাণে ব্যাথার সুর।।
কোথাও চলে মাঘ মাহিনা কোথাও চলে নাশ।
চুপি চুপি প্রেম পিয়াসীর কথা যদি ফাঁস।।
কাউকে দেখি পাগলখানা কেউবা চলে পথ।
কেউবা চলে অচিন দেশে চড়ে মরণ রথ।।
তাই তো বসে ভাবি শুধু পাছে কিছু হয়।
ভালোয় ভালো একক জীবন দাঙ্গা ফেসাদ নয়।।