আজ সকালে উঠে যখন
খুলছি ঘরের দ্বার।
হঠাৎ করে উঠলো বেজে
হৃদয় বীণার তার।।
মৃদু মধুর পবন চলে
সুবাস নিতে ঘ্রাণ।
জান্নাতেরি আবেশ ছায়া
নাচলো আমার প্রাণ।।
উঠান পাশের ফুল বাগিচায়
দেখি নানান ফুল।
হাওয়ার সনে মন মিতালী
হেসেই না পায় কুল।।
ঘুমিয়ে আছে ফুলের শিশু
তবুও তাদের নাচ।
গাছের পাতা স্বচ্ছ যেমন
দুগ্ধ ধোয়া কাঁচ।।
আমের গাছে তাহার মুকুল
মধু মাছির গান।
পনপনিয়ে হাওয়ায় ভাসে
প্রভাত বেলার তান।।
বিলের পাশে সারি সারি
শিমুল গাছে ফুল।
নানান পাখীর দাওয়াত সেথা
মুখর তাহার কুল।।
পদ্ম শালুক হাওয়ায় দোলে
বিলের জলে ঢেউ।
এমন তেমন কিসের নেশা
বলবে আমায় কেউ?
কোন ভাবনায় মন পিয়াসী
কারণ খুজি তার।
ফাগুন আমার হৃদয় দ্বারে
তাহার অহংকার।।