করিতেছি শুরু আল্লাহর নামে রহীম ও রহমান।
সকল তারিফ শুধু তার লাগি’ বানিয়াছে দোজাহান।।
তিনিই দয়াল তিনিই দাতা সকলি তাহারি দান।
শেষ বিচারের তিনিই মালিক সকল মানেরি মান।।
আমরা গাহি যে দিবস রজনী তোমারিই গুনোগান।
দয়ার তলব দরবারে তাই উঁচু তোমারিই শান।।
সরল সঠিক পথের দিশা মোদের দেখাবে তাই।
সেই পাথে নাহি যে পথে লোকের ভুলের অন্ত নাই।।
যে পথের লোক বিপদগামী সে পথ রাখিও দুর।
যাদের উপর করেছ কৃপা আমাদেরও সেই সুর।।