ধানের ক্ষেতে পবন চলে দোলে ধানের শীষ।
পুরন হবে কৃষাণ স্বপন দেখছে দিবা নিশ।।
সন্ধ্যা সকাল কৃষাণ আসে দেখতে সোনার ধান।
মুখের তাদের হাসির রেখা হৃদে খুশীর বাণ।।
ক্ষেতের পরে ক্ষেত চলেছে নজর চলে দুর।
তাহার পরও শস্য শ্যামল রশ্মি আলোক নূর।।
মাঠের কৃষাণ মাটির মানুষ সাদা তাদের মন।
উল্টা সিধার ভাব জানেনা ছায়ায় ঘেরা বন।।
চড়ই বাবুই ময়না টিয়া তাদের আগমন।
ধান পেকেছে, কাটবে কৃষাণ তাহার আয়োজন।।
সকাল থেকে সন্ধ্যা চলে কাটবে তারা ধান।
কেউবা বসে গায়বে শুধু ফসল কাটার গান।।
কৃষাণ বধূ ঘরের কাজে দ্বিগুণ দিয়া মন।
আসবে ফসল কিনবে নোলক স্বপ্ন সারাক্ষন।।
সকল কাজে ব্যাস্থ তারা চলছে কাজের কল।
সারা বছর জমা রাখা এখন লাগায় বল।।
স্বপ্নে দেখা আশার আলো আজকে তাদের ঘর।
সাদা লোকের গ্রামখানি আজ খুশীর সমুন্দর।।
আল্লাহ করে এমন খুশী হোক না যুগান্তর।
রইলো আমার শতেক দোয়া সব মানুষের ‘পর।।