অক্ষরবৃত্তঃ ৮+৬
সবুজে শ্যামল রূপ রাণী তার বেশ,
গোলাপ শেফালী জুঁই গুণে নাহি শেষ।
পাখিদের কলতান চলে রাত দিন,
সুমধুর গীতিবান তার কাছে ঋণ।
তটিনীর কলোকল মাদলের সুর,
পবনের সাথে মিত চলে তাই দূর।
আঁকাবাঁকা মেঠোপথ কৃষকের গান,
কৃষাণীর মুখে হাসি গোলা ভরা ধান।
শ্রাবণের বারিধারা ঝরে ঝর ঝর,
নদী নালা খাল বিল জলে ভর ভর।
শালুকের ফোটে ফুল ঝাঁকে ঝাঁকে মাছ,
ধারে তার সবুজের সারি সারি গাছ।
মাঝিদের মুখে শুনি ভাটিয়ালী গান,
রাখালের সুর বাঁশি সেকি মধু তান।
কোকিলের কুহু ডাক মাতোয়ারা প্রাণ,
মহুয়ার মাতালের সমীরণে ঘ্রাণ।
শরতের চাঁদিমার নিশিথের রূপ,
দেখে তাহা মরি আহা মুখে তাই চুপ।
কত কথা লিখিবারে এই মোর দেশ,
স্বপনের জাগরণ পাই তার রেশ।