চুল পাকিলেই হয় না বুড়া বয়স গুনা চায়।
কলির কালে এমন তেমন অনেক দেখা যায়।।
কম বয়সী জোয়ান দেখো ঘুমেই সময় যায়।
নিশাচরের মতই তাদের জীবন গতি ধায়।।
সমুখ পানে চলতে দেখো এপাশ ওপাশ চায়।
ধাক্কা পেলে সরি ব্রাদার মডার্ণ ভাষা ভাই।।
পড়া লিখার খবর কি আর নেশায় তারা ঘোর।
কাটবে কবে অমানিশি আসবে সুখের ভোর।।
জোয়ান মানুষ বলে তারে চলায় কাজে ফিট।
রঙ্গ বেরঙ্গের পোরলে কাপড় হয় না সুপার হিট।।
রঙ্গের উপর গুন বিচারী মাকাল যেমন লাল।
খাওয়ার পরে আসল খবর বুঝবে তখন হাল।।
চকচকিলে হয় না সোনা গুনি লোকে কয়।
মনের জোরে সকল বিজয় তবে কিসের ভয়।।
কালো মানে শোক বারতা লালে ভয়ংকর।
সাদা রঙ্গে শ্বান্তি বানী যুগে যুগান্তর।।