চাঁদনী রাতে চাঁদের আলো দিঘী ভরা জল।
এপার ওপার ঢেউয়ের খেলা রুপায় ঝলোমল।।
হাসনাহেনার গন্ধি সুবাস পবন সনে মিত।
গাঁয়ের পথে অনেক দুরে হৃদয় ভরা প্রীত।।
ঝিঝি ডাকে বন বাদাড়ে জোনাক নিশি ভর।
আলোয় আলো কুশুম বাগে ফুল পরীদের ঘর।।
পরীর মেয়ের নৃত্য নিতুই আদর ভরি চুম।
ফুল কুমারী আলসে মেয়ে সদাই তাহার ঘুম।।
কাশবনে ফুল দুগ্ধ ধবল হাওয়ায় ভেসে দুর।
উজান মাঝীর বাঁশের বাঁশী মধুর তাহার সুর।।
বনের পাখী ঘুমে অঘর হুতুম জাগে রাত।
নিশাচরের পথের চলা অবধি প্রভাত।।