বর্ষা ঋতু এই এসেছে মেঘের ভেলার রথ।
আবার দেখি চলছে ধেয়ে গাঁয়ের মঠো পথ।।
মেঘের বুঝি মেজাজ খারাপ গুরু গম্ভির ডাক।
বনের পাখি সব লুকিয়ে বাবুই শালিক কাক।।
দিবস রাতি ঘন ঘাটা উড়ে মেঘের দল।
দমকা হাওয়া তাদের সাথে হাজার ঘোড়ার বল।।
এমন দিনে ফর্সা আকাশ নাই যে কোথাও নীল।
দোকুল ভেসে গর্জে চলে সকল ঝিল আর বিল।।
সন্ধ্যা হবে বিজলী চমক আলোয় আলোর বান।
ঘরের পানে মাঠের কৃষক ঘরের মায়ার টান।।
সন্ধ্যা হল টাপুর টুপুর টিনের চালে জল।
বিলের পানে সব ছুটেছে সুরে ছলাৎ ছল।।
কদম শাখে কদম ফুল আর শাপলা বিলের জল।
দোলনচাঁপা হাওয়ায় দোলে রঙ্গে সমুজ্জ্বল।।
বকুল ফুলে সুবাস নিয়ে চলে অনেক দিন।
কলমি রানী জলে ভেসে বাজায় সুখের বীণ।।