ক্যেলেন্ডারে মে মাহিনা একুশ তারিখ তার।
জনম আমার এই দিবসে খুশীর অহংকার।।
শুকুর করি খোদার কাছে লম্বা জীবন মোর।
উজাল রেখো সকল দিকে না হয় যেন ঘোর।।
বিপদ আপদ আমা হতে রেখো অনেক দুর।
সবার মাঝে আপন রেখো প্রেমের সুরাসুর।।
গুনাহ খাতা মাফ করিও আতীত পিছের দিন।
নতুন খাতার নতুন পাতা না রয় তবে ঋণ।।
তুফান যদি আসে কভু সাহস দিও মোর।
আঁধার তেড়ে অনেক দুরে আনতে পারি ভোর।।
সুজন আমার স্বজন হবে সকল পথের ছায়।
আশার তরী চলবে উজান ভাটার পানে নাই।।