মা যে এমন বিদ্যানিলয়
শিখে সকল মুল,
চলছে গতি জীবন ধারা
কেমনে হবে ভুল।
সব বিষয়ে শুরু হেথায়
সকল গুরু মায়,
এই ভূবনে এমন গুরু
তার তুলনা নাই।
হঠাৎ করে নতুন পথে
পেয়ে নতুন মুখ,
সব ছাড়িলে শিক্ষা বিধান
তারেই দিলে দুখ।
বউটি হল লোহার খাঁচা
পেলে পরম সুখ,
ভুল ভাবিলে ন্যায়ের নীতি
ফিরিয়ে নিলে মুখ।
ভুল করোনা ভুলের পথে
আগে দারুণ ভয়,
মা যে তোমার পথের আলো
বধূ সকল নয়।