রঙ বেরঙের রঙ সাজিয়ে
যাচ্ছ কোথায় আজ।
বারেক ফিরে দেখবে তবে
কেমন বধূর সাজ।।
গোলাপ জবা জুঁই চামেলি
সবাই নেশায় ঝুম।
দিবস কাটে যায় রজনী
নাইকো তাদের ঘুম।।
প্রভাত আসে পুবের গগন
অরুণ রঙ্গের ছায়।
মেঘের ছানা রঙ লাগিয়ে
হাওয়ায় ভেসে যায়।।
কিচির মিচির পাখীর কূজন
ফুল কলিদের জয়।
খেলবে তারা হাওয়ার সনে
হাসবে কানন ময়।।
মধুর মাছির গুনগুনানি
সেতার বাজে দুর।
কোকিল ডাকে কুহু কুহু
মিষ্টি মধুর সুর।।
পবন চলে থমথমিয়ে
হয়ে নেশায় চুর।
ফুল মহুয়ার মাতাল ঘ্রাণে
কেমনে যাবে দুর।।
নতুন পাতার সবুজ রঙে
রোদে চমক তার।
ফুল কুমারী বধূর সাজে
রুপের অহংকার।।
এমন করে যাবে ফাগুন
আসায় কেন সাজ।
দণ্ড কয়েক বসতে তবে
পরিয়ে দিতাম তাজ।।