যাহার লাগিয়া হৃদয়ে কাঁপন
নয়নে নিন্দিয়া দুর।
প্রভাত বেলার পাখীর কূজনি
শুনেছি ব্যাথিত সুর।।
শাউনো দিনের গুরু বারিধারা
নয়নে আমার মিশে গেছে তারা
প্লাবিত দেখেছি ধরাময় সারা
স্বপন ভেঙ্গে যে চুর।
প্রভাত বেলার পাখীর কূজনি
শুনেছি ব্যাথিত সুর।।
এমন করিয়া আর কতদিন
ভুলিয়া রহিবে মোরে।
কুশুম কলির ব্যাথিত রোদন
জাগিয়া নিশীথ ঘোরে।।
হয়নি যে গাঁথা সেই ফুলে মালা
মেলেনি পাপড়ি ও ফুলো বালা
দখিণা পবন ঝরে যাবা পালা
যেতে হবে তাই দুর।।
প্রভাত বেলার পাখীর কূজনি
শুনেছি ব্যাথিত সুর।।