সত্যি কি ও আসিবেনা আর কথা ছিল কাল সাঁঝে।
বিরহী ব্যথা উঁকি দিয়ে যায় আমার হৃদয় মাঝে।।
এত দিন পর কেমনে ভাবি আমায় বাসে না ভালো।
বলিত সদা জীবনে প্রদীপ তিমির নিশিতে আলো।।
দেখিতে দেখিতে হয়ে এল সাঁঝ পাখীরা সারাটা বন।
আপনা মায়া ফিরেছে কুলায় ব্যথিত আমার মন।।
নয়নের কোণে ভেসে আসে জল মুছি তাই বারেবার।
ভাবিনি এমন জীবনে কভু মানিয়া লইবো হার।
চাইছি ক্ষমা, মাফ করে দাও, সকলি আমারি ভুল।
আসিতে পথে কাননে কুসুম কিনিতে গেলাম ফুল।।
সকল কুশুম চরণে তোমার আমার মানসী প্রিয়া।
দেখো না ফিরে কাজল নয়না মধুমিতা মোর হিয়া।।
অরুপমা মোর নিরুপমা মোর আমার মায়াবী শিখা।
গোধূলির সাঁঝ ধুপ ছায়া দূর দিগন্ত পারের রেখা।।
কাজল আঁখিতে কেন এত জল মুছে ফেলো মোর প্রিয়া।
মন না চাহিতে হয়ে গেছে ভুল ব্যথিত আমার হিয়া।।