আমার এ ঘর শুন্য বসতি, জীন পরীরাও দুর।
নাই কোলাহল, পাখীর কূজন, তবু জীবনের সুর।।
সকালে সূরজ সোনালী কিরণ শিশিরে মুক্তা দল।
নিথর চক্ষু পলক বিহীন দেখি তার ঝলোমল।।
উদাসী পবণ, দুর চলা পথ, পরশে আমার গায়।
ফুলের সুবাস দিয়েছে মম, স্নেহ আর মমতায়।।
জোনাকির দল জ্বালি সে প্রদীপ উড়ে মোর আংগিনায়।
তিমির রাতের হাতছানি ডাক, ভুলি নাই ভুলি নাই।।
চোখের কোণে দেখি নাই নীর, বাহিরে শ্রাবণী ঢল।
দুখ সে কোথা, বহিছে নদী ধ্বনি শুনি কলোকল।।
তন্দ্রা হারা নয়নে আমার কত ছবি কত ফুল।
লাল সবুজের কত না রাশি গুনে গুনে করি ভুল।।
গোধূলি বেলা ঘরে ফেরা মন ভাটির পানে সে তরী।
লোকে সমাগম চলিছে এমন হাজারো বছর ধরি।।
আমার ফেরার কোন সে সময় বেলা বুঝি গেছে দুর।
ভাবিতে পারি নাই জীবনের সুধা, লোকে বলে সুমধুর।।