না পাই কহিতে হৃদয়ের কথা তাই নয়নের জল।
ঝরেছে কভু শাউনের ধারা কভু বৈশাখীর ঢল।।
হৃদয়ের মাঝে তুফানের ঘাটা বয়ে চলে শন শন।
সবুজ পাতারা ধরাশায়ী সবে শুন্য সারাটা বন।।
ভেঙ্গেছে সকল ডালপালা হায় কবে জানি তার ফুল।
পাপড়ি মেলে ছড়াবে সুবাস ভাঙ্গাবে আমার ভুল।।
পাখীর কূজনে গুঞ্জরি বন সূর্য আনিবে ভোর।
ব্যাথিত হৃদয় উঠিবে জাগি শুনিয়া কূজন শোর।।
চোখ মেলিতেই দেখিব সাহসা মনোহরি সারা দেশ।
অদুরে কেহবা হাতছানি ডাক রঙ্গিলা হৃদয়া বেশ।।
পুরানা সকল আসবাবে তাই আশায় বেঁধেছি ঘর।
তাহার মাঝেই স্বপ্ন সকল জমা আছে থরে থর।।