জানি প্রিয়ে জানি
তোমার হাসিখানি,
ঠেকাবে কোন দায়ে
বাধিবে এ পরাণী।
জানি আমার দুঃখে
ভাসে যে চোখ জলে,
হয়তো সে চোখ হাসি
হয়তো যাবে ভুলে।
এ দুখ হতে সে দুখ
হবে যে বড় অসুখ,
এ দিন হতে সে দিন
করবে মোরে বিমুখ।
এ বেলার হাসিখেলা
ভরিবে স্মৃতির ডালা,
যে হাসি অমৃত জল
করিবে সে নয়ন কালা।
রবে পরাণ তোমা পানে
খুজবে তোমা দুনয়নে,
বলবে লোকে কলংকিনী
জানি প্রিয়ে জানি।।
৯ কার্তিক ১৪২৬ , ঢাকা।