ঐ গগণে উড়ছে বেলুন
মুক্ত তাহার ডানা,
বন্দিশালার শিকল ভেঙ্গে
এই মুক্তি আনা।
কত ভয়ে রুদ্ধ ছিল
প্রতিবাদের গলা,
কত কোল খালি হলো
যায় কি তাহা বলা?
রক্ত দিয়ে আজ কিনেছি
সেই স্বাধীনতা,
তাইতো এখন উড়তে পারি
নেই পরাধীনতা।
প্রতিবাদের এই মিছিলে
বলতে পারি আজ,
রক্ত চুষেও হাসো তুমি
নেই কি তোমার লাজ?
বলতে পারি গলা ছেড়ে
অত্যাচারির ধরো,
উৎপীড়কের ক্ষমা নেই
ধরেই জেলে ভরো।
আর হবে না এই বাংলায়
স্বৈরাচারের গদি,
পাখির মতো বেলুনগুলো
উড়তে থাকে যদি।