সবাই যখন ঘুমিয়ে আছে
পিঠ বাঁচানোর ঘুম,
সুবোধ তখন খাচ্ছে মার
দুম, দুম, দুম।
বোনের গায়ে যখন দেখে
নিপীড়কের হাত,
প্রতিবাদের কণ্ঠে সুবোধ
দিনকে করে রাত।
জিনিস কিনে ঠকবাজ
দেয়না যখন দাম,
সুবোধ তাকে জাপটে ধরে
ছুটিয়ে দেয় ঘাম।
সবাই যখন নির্যাতকের
ধরছে হাতে-পায়,
সুবোধ তখন খিলখিলিয়ে
আন্দোলনে যায়।
আন্দোলনে মিছিল চলে
আয়রে সবাই আয়,
সুবোধ আমি ডাকছি তোদের
কোনো পরোয়া নাই।
সুবোধ বলে মিছিল হবে
রব উঠবে রব,
অত্যাচারের লাঠিসোঁটা
উধাও হবে সব।
সবাই যখন নিপীড়কের
ডেকে করে দাওয়াত,
সুবোধ তখন ধরে থাকে
নিপীড়িতের হাত।
সবাই যখন মরতে থাকে
কাপুরুষের মরণ,
সুবোধ তখন টাট্টু ঘোড়া
কে করবে হরণ?
সবাই যখন আপোষ করে
থাকতে একটু ভালো,
সুবোধ তখন মরে গিয়েও
জ্বালায় মুক্তির আলো।