উপর থেকে নামছে স্রোত
ডুবছে অনেক বাড়ি,
স্রোতের কাছে টিকবে না
সরে যাও তাড়াতাড়ি।

মাস্তানিটা খানিক চলে
হাঁটু জলের স্রোতে,
বুকের কাছে উঠে গেলেই
ঠেকায় না ইমারতে।

হাঁটু জলের অনেক স্রোত
জয় করেছ যত,
বুকের সমান একটাই স্রোত
হিসেব নিবে তত।

স্রোতের সাথে বাড়াবাড়ি
করবে যত তুমি,
আমও যাবে ছালও যাবে
ছাড়ো গোঁয়ার্তুমি।