তুমি রক্তে যদি শ্রেণী পোষো
মিশবে না মোর লগে,
আমি হলাম সাম্যবাদী
তাই তো ব্যথা লাগে।
শ্রেণী যদি তোমায় টানে
টান দিওনা মোরে,
যতই তুমি টানবে আমায়
যাবে সরে সরে।
তোমার ভালোবাসা মন্দ হবে
দ্বিধা দ্বন্দ্বে পড়লে,
শ্রেণীর বাঘে তোমায় খাবে
এদিক ওদিক নড়লে।
তুমি এদিক না ওদিক যাবে
ভাবো ভালো করে,
এদিক যদি আসতে চাও
যেও নাকো সরে।
ওদিক গেলেও যেতে পারো
লাজ পেয়ো না ওরে,
শ্রেণী যদি তোমায় টানে
ডেকো না আমারে।
আমি পুড়বো শোকে এ ভুবনে
উঠবো নাকো জাতে,
কাতর হবো, পাথর হবো
রইবে না শোক তাতে।