সাত সকালেই ছাত্র আসে
শিক্ষকের ঐ দোরে,
ছাত্ররাই যে প্রাণ যে তাহার
ঘুমান কেমন করে?
লক্ষ প্রাণে কোটি জ্ঞান
করেন বিতরণ,
সুক্ষভাবেই ঘটান যেন
আলোর বিচ্ছুরণ।
সকাল হতে রাত অব্দি
নেইকো তাহার দম,
জ্ঞানের আলোয় ভাসতে হবে
হয়না সেথায় ভ্রম।
কাজটি তাহার শিশুর মাঝে
ছড়িয়ে দেওয়া ইচ্ছা,
সেই ইচ্ছায় ডানা মেলাতে
বলেন গল্প-কিচ্ছা।
নাওয়া-খাওয়া ভুলে তিনি
জপেন একই ধ্যান,
ধনী-গরীব সবার মাঝে
দিবেন অনেক জ্ঞান।
ক্ষণিক সময় নিয়ে যদি
ভাবতো ছাত্ররাই,
কেমন করে শিক্ষক তাদের
দিলেন জীবনটাই!