অগনিত চাওয়ার অপূর্ণতায়
হয়তো এ জীবন ব্যর্থ; হয়তো
এ জীবন হনুমানের যে দর্শনার্থীর
দেওয়া অন্নকে উপজীব্য করে
তাঁর বেঁচে থাকার স্বপ্নকে বাঁচিয়ে
রাখে। এদেশে আজ এমন জীবন
কতজনের! একজন পাকা কলা
ছিলে ধরেছে; কতজন তাই দেখে
হামলে পড়ছে! কবি সুকান্তের এই
দেশে কেউ আজ না খেয়ে মরতে চায়
না, তাই এই ছুটোছুটি।
সুকান্ত বাবু ক্ষুধার জ্বালায় পূর্ণিমার
চাঁদকে ঝলসানো রুটি ভেবেই রাত
কাটিয়ে দিতেন, তবু মাথা নোয়াতেন
না! আমার এ পূণ্যভূমি আজ খিলভূমি
হয়েছে যেখানে শকুন আর হনুমানেরা
সুকান্তের মত সংযম দেখায় না, পূর্ণিমার
চাঁদকেও খুবলে খেতে উদ্যত হয় এই পূণ্য
ভূমির মূল্যে হলেও!