ভিতরে প্রশ্নরা হৈল খেলে
এলেবেলে ভাবনারা আসে
সবাই নৈঃশব্দ্যে লুকালে
আকাশের তারা যেন হাসে।
খেলো লাগে সব জীবনী
খুব মহৎ কিংবা খুব ক্ষুদ্র
অর্থহীন সব বিকিকিনি
বাহ্মণ নয় কেউ, সব শুদ্র।
কেন খাই, কেনইবা পরি
এই সব ছোট ছোট প্রশ্ন
কেন জন্মাই, কেন মরি
বলো আল্লাহ, হরে কৃষ্ণ?