তুমি হয়তো জানো আমি মর্তে বাসা
বেঁধে থাকি;
তুমি হয়তো জানো আমি আর দশজনের
মত ভাত রুটি খাই;
গরমে আর দশটি মানুষের মত আমিও
হাঁপিয়ে উঠি;
তুমি জানো কনকনে শীতে আমার টানটান
দেহও কম্পিত হয়;
তুমি জানো আমিও একটি ভঙ্গুর শরীর নিয়ে
দুনিয়াদারি করি;
অনেকের মত আমার শরীরেও রোগ শোক
বাসা বাঁধে;
আমিও আর দশটা মানুষের মত কৌতুক শুনে
হেসে গড়িয়ে পড়ি;
আবার বিয়োগের সংবাদে আমিও দিশেহারা
হয়ে পড়ি;
কিন্তু তুমি হয়তো জানো না আমিও ছোট বড়
অনেক ভুল করি;
আমিও নিতান্তই খেয়ালের বশে প্রিয়তমার
স্বপ্ন ভঙ্গ করি;
সবকিছু স্বীকার করেই আমি তোমাকে বলি
'তোমাকে ভালোবাসি, প্রিয়তমা'।