নয় বছরের প্রেমের ফসল
রিমন-রিমার বিয়ে,
যতন করে বাঁধল গাঁট
সকল আবেগ দিয়ে!
হাজার খানেক যাত্রী সমেত
বাদ্যযন্ত্রের দল,
কনের বাড়ি মাথায় করলো
আনন্দে প্রবল।
রাজার হালে খেলো সবাই
মাখলো গায়ে রং,
বরের কুটুম মাত করতে
রমণীকূলের কী ঢং!
রং বেরঙের আয়োজনে
টাকার ছড়াছড়ি,
সেই আনন্দে করলো সবাই
অনেক দৌড়াদৌড়ি।
সব আয়োজন সাঙ্গ হলে
নামলো নীরবতা,
এই সুযোগে বর-কনে
সারলো মনের কথা।
বাসর রাতের নরম আলোয়
শরম ভাঙ্গলো তারা,
হাজার দিনের পালা মোহ
এক রাত্রেই সারা!
ভাবল রিমন শুয়ে শুয়ে
লক্ষ টাকার বিয়ে,
দামী দামী দিন কেটেছে
চিপায় ঘুল্লি দিয়ে!
সবই দেখি মরীচিকা
অনর্থক এক টান,
এসব কোথায় সঁপেছিলাম
আমার মনপ্রাণ?
হতাশ রিমন ছুটল গিয়ে
মনোবিদের কাছে,
জিজ্ঞাসিল আলতো করে,
এর কি ওষুধ আছে?
মনোবিদ বললো হেঁসে
চান কি সমাধান?
তবে আপনি দেহ ভুলে
মনের কাছে যান।
সংসারে ভাই মন লাগে
কামে লাগে দেহ,
কামের আগুনে মন পুড়লে
সংসার পাবে কেহ?