আর কত ক্ষণ দিলে, ঝরে যাবে ক্লেশ?
আর কত ইচ্ছে মিলে, গড়বে এই দেশ?
আর কত রক্ত দিলে, মুছবে পাপের দাগ?
আর কত ত্যাগের পরে, ফুটবে পুষ্পপরাগ?

জঠর থেকে প্রসবকালেই, সেই যে হাহাকার
শুরু হয়েই আর থামে না, হয়তো হবে হার।
পাকিস্তানের গর্ভ ফুঁড়ে, সেই যে এলো মা
জন্ম থেকেই মায়ের কষ্ট, আর ফুরালো না।

জনম দুখী মা পেলো, আঠারো কোটি বাছা
কোলে টেনে বলল তাদের, এবার দুঃখ ঘোচা।
আমার ভালো চাইলে তোরা, মিলেমিশে থাক
মায়ের মনের সকল ভয়, ধুলোয় মিশে যাক।

মা যে মোদের অভাগিনী , জানে না তো সে
জানলে তবে এতো চাওয়া, চাইতো নাতো রে!
আমরা হলাম কুলাঙ্গার, থাকবো কেন সুখে?
জনমভরেই রক্তের দাগ, আঁকব তাহার বুকে!