হৃদয়টা খুঁড়তে চেয়েছি বহুবার
তার গভীরে কী রত্ন আছে, তা
খুঁজতে,
দেখতে চেয়েছি কতবার,কতকাল
কেন সেথায় ঝড় ওঠে বারবার, তা
বুঝতে,
কেন সেথায় শ্রাবণের বর্ষা নামে, কেন
নামে ঐ উঁচু নিচু পাহাড়ের ঝর্না, তা
দেখতে,
কেন সেটা হয়ে ওঠে কখনোবা মরুভূমি
কখনোবা হয় নীলনদের সতত ধারা, তা
শুঁকতে।
কেন তাহা কেঁদে ওঠে পুনঃপুনঃ স্বজনহারা
নারীর বেশে, কেন ডুকরে ডুকরে কাঁদে, তা
রুখতে,
কেন তাহা ফুটো হয়ে আবেগের তেল ঝরায়
কেন ঝরায় জীবনের রঙ বেরঙের তলানি,তা
মুছতে।