আজ একি দ্রোহে জাগালে আমায়!
আজ একি দোলে দোলালে হৃদয়!

হৃদয়েতে শিহরণের বাজে ঝংকার
মানে নাতো এই মন কোনো হুঙ্কার।

তুমি বাহুডোরে বেঁধে নাও এই মোরে,
তুমি এক-ই মালায় গেঁথে নাও মোরে।

আমি ভেসেই যাবো এই জনস্রোতে
তুমি জেনে নাও সেই ভাষা এই ভ্রুতে।

রাখব না সংশয়, রাখ-ঢাক আর
ভয়-ডর, আঁধারে হারব না আর।