স্বাধীন দেশেও একি শাসন, একি হত্যার ভিড়!
জাতির ছেলেই মারছে গুলি, করছে হারা নীড়!
দেহের ভিতর মানুষ কোথায়? যেন একটা দানব,
খুন করছে অবোধ রোবট , নেই একটাও মানব !
আমার ভাইয়ের শরীর জুড়ে, বইছে রুধির ধারা,
কত মায়ের কপাল পুড়ছে, ভাই হচ্ছে ভাই হারা।
বোনের কাছে ভাইয়ের রক্ত, জীবনের চেয়ে দামি,
কোটি টাকায় তেমন জীবন, কিনতে পারব আমি?
মানব-দানব এক সমাজেই, গড়ল কেন প্রাসাদ?
কার কারণে শয়তান এসে, দিলো এমন বিষাদ?
মানব দানব ভেদাভেদ ভুলে, যখন যেথায় শোয়,
সেই সুযোগেই গপ গপ করে, নেপোয় মারে দই।
শয়তান থাকুক দূর প্রবাসে, মানব মনের দূরে,
ঘুণাক্ষরেও খায় না যেন, মানবের মনটা কুরে।
নরের গৃহে নারী থাকুক, পাখির বাসায় পাখি,
অনেক হলো খুনখারাবি, এবার সুখেই থাকি।