অনুরাগ বা বিরাগ নয়,
নয় ধ্বংস কিংবা ক্ষয়,
এবার মোরা চাইব জয়।
বৈষম্য নয় বরং সাম্য,
এটাই তো সবার কাম্য,
হোক শহুরে বা গ্রাম্য।
স্বাধীনতা, সাম্য ও মৈত্রী,
দেশ গড়তে লাগে এই ত্রি,
তা দিয়ে দেশের বাড়াও শ্রী।
হিংসা,বিবাদ হোক বিদ্বেষ,
বাড়াবে ক্রোধ, আনবে ক্লেশ,
ভাগাড়ে ফেলো, লাগবে বেশ।
বিভক্তি নয় বরং একতা,
টেনে আনবে সব জনতা,
মুছে দিবে কালের দীনতা।