ইতিহাসের পাতায় পাতায়
পড়েছি 'গণ-অভ্যুত্থান',
নিজের চক্ষে হয়নি দেখা
সে কোন মরূদ্যান?
পত্রিকা কিংবা ইতিহাস বই
যখন যেথায় চোখ যেত,
'গণ-অভ্যুত্থান', 'গণ-অভ্যুত্থান'
চোখ এখানেই আটকাত।
গণ মানুষের আন্দোলন
যেন একটা সমুদ্র,
পারে তোমায় ডুবিয়ে দিতে
যদি করো অভদ্র।
তাইতো আমি কৌতুহলী
'গণ অভ্যুত্থান' শব্দে,
যে অভ্যুত্থান দেখেছে বিশ্ব
ঊনসত্তর অব্দে।
দেশটা যখনই পিছলে যায়
স্বৈরাচারের কাদায়,
তখনই ভাবি 'গণ-অভ্যুত্থান'
তুলবে তাকে নির্দ্বিধায়।
সেই প্রতিক্ষায় কেটে গেল
এক কুড়ি সন,
চব্বিশ সনেই কাটবে কুফা
কে জানত? কন।