একদা রাত্রি বেলা আকাশ পানে চেয়ে
বিভুদা গান ধরেছে, চলো না যায় হারিয়ে।
চলো না হারিয়ে যায় আলোকবর্ষ দূরে
সেখানে থাকবো মোরা দুজন ভবঘুরে।
পৃথিবীর শাসন শোষণ নাইকো যেথায়
সেখানে খুঁজে ফিরি একটুখানি ঠাঁই।
আমি হবো রাজা সেথায়, তুমি লক্ষীরাণী
এ পৃথিবীর মায়া ছাড়বো আমরা অভিমানী।
বিভুদার গান শুনে মন উড়লো আমার
রেখে দিলাম পড়ালেখা, ইংরেজি গ্রামার।
পাখির মতন উড়ে এলো সেসব কথা
তোমাকে কেড়ে নিবে সমাজ- প্রথা।
উঁচু নিচু, জাত বেজাতের ধুয়ো তুলে
ডুবিয়ে দিবে প্রেমের ভেলা গভীর জলে।
সেদিন যদি বিভুর মতোন ভাবতাম এসব
আকাশে ভোগ করতাম রাজা রানীর প্রভাব।