তেইশ সালের আগস্ট মাস
বাইশ তারিখ সন্ধ্যা,
আকাশ ফুঁড়ে নামল পরী
কাটল মোদের বন্ধ্যা।

বাবার কোলে পরী বসে
অবাক চেয়ে রয়,
হাজার দিনের চেপে রাখা
মনের কথা কয়।

স্বর্গে বসেও পুড়ত পরাণ
খুঁজত বাবা-মাকে,
স্রষ্টা শেষে বেজার হয়ে
ছেড়ে দিল তাকে।

মর্ত্যে এসেই নয়ন মেলে
চড়ল মায়ের কোলে,
অমনি মায়ের ব্যথা গেল
শরীর থেকে চলে!

বাবা-মায়ের কোলে চড়ে
পরীর কত খেলা!
মান-অভিমান, হাসি-কান্নায়
যাচ্ছে কেটে বেলা।

বয়স তাহার সপ্তাহ খানিক
তাতেই কত বড়!
বাবার কোলেই থাকবে সদা
হয়ে জড়োসড়ো।

একটু কারো কোলে দিলেই
সেকি কান্নার বাহার!
মুখের হাসি বিলিন হবে
ওষ্ঠ ফুলবে তাহার।

এমনি করেই হচ্ছে বড়
আমার ছোট্ট পরী,
এ আনন্দের নেই সীমানা
আহা কি যে করি!