আমি বৃষ্টি ভালোবাসি।
তাই বলে বৃষ্টি হতে হতে বন্যা হবে,
সেটা আমার ভালবাসা নয়।

আমি সৌন্দর্য ভালোবাসি।
তাই বলে সৌন্দর্য বিক্রি করে
তুমি আমার দুঃখ -কষ্ট, হাসি-কান্না
আবেগ-অনুভূতি সব কেড়ে নিবে,
সেটা আমার অভিলাষ নয়।

আমি ঠকতে ভালোবাসি।
তাই বলে তুমি আমার সরলতাকে পুঁজি করে
আমার ঠকার বাসনাটাকেও কেড়ে নিবে,
সেটা আমার ভালোলাগা নয়।

আমি রাজপথ ভালোবাসি।
তাই বলে তুমি আমার বুকের উপর দিয়ে
সোজা ট্যাঙ্ক বা বন্দুকের গুলি চালিয়ে দিবে,
সেটা আমার প্রশ্রয় নয়।


আমি ঠিক জিনিসকেই ভালোবাসি।
তাই বেঠিক জিনিস চাপিও না কাঁধে।
আমি এমনই, এটাই আমার পরিচিতি।