তোর প্রেমেতে অন্ধ হলাম ; চড়লাম আমি শূল।
তোর প্রেমেতে সিক্ত হয়েছি ; হারিয়েছি জাত কুল।
বাড়ছে মনে অমোঘ বিরহ ; বাড়ছে ব্যথার তাপ,
তোর আমার প্রেমের কাব্যের পুরোটাই ছিলো পাপ।
তাই তো আজ নীল বেদনের রক্তিম বাগানে তোর স্মৃতির বাস ;
তাই তো আজ মনের বাগানে তোর নামেই হচ্ছে প্রেমের চাষ।
কত আশার তরী ডুবলো আমার ; ডুবলো বিষাদ জলে,
শত ক্যাফেইন মিশলো রক্তে তবু মনে আগুন জ্বলে।
আজ আমার রাত কাটে নির্ঘুম নিশ্চুপ তন্দ্রা বিহীন ;
আজ আমার রাত কাটে একাকী একলা তুমি বিহীন।
আজ আমার রাত কাটে শুষ্ক ধুলোয় সোডিয়াম আলোয়,
আজ আমার রাত কাটে বদ্ধ কামড়ায় নিকশ কালোয়।
আজ আমার রাত কাটে ভোরের জন্য ; অপেক্ষা ঘাসের ডগায় লেগে থাকা শিশির বিন্দুর।
আজ তোমার রাত কাটে ভোরের জন্য ; অপেক্ষা স্লান শেষে লাগাবে তারই নামের সিঁদুর।