এক নিশ্চুপ চকচকে রাজ পথে ; চলতে চলতে থেমে যাই মাঝ পথে।
তুমি আসবে হয়তো রথ চেপে ; সেই আশায় ভীরু মনটা শুধু কাপে।
এক কালো আবির মাখা রজনীর অবকায় ; আমি হেটে চলেছি রাজপথে ; একা অসহায়।
আমার শুকনো গঠন ; দেহ প্রায় শীর্ণকায় ; জরাজীর্ণ তৃষ্ণার্ত প্রাণ ডুবেছে কোন নেশায় ?
ক্লান্তির অবষাদে অচল চরণে ; বিশ্রাম বিরতি কোন এক লোকারণ্য মজলিশে,
ভক্তির আকুল আবেগের ক্রন্দনে ; সেজদায় মাথা নত এক পুরাতন মসজিদে।