তুমি সেদিন পরেছিলে সবুজ জামা আর ঠোঁটে লাল লিপস্টিকের গাড় চুম্বন এবং কালো চশমা ;
এক নজরেই হৃদয় জুড়ে রক্তক্ষরণ আর রক্ষা নেই ; লাগলো বুঝি এবার প্রেমিক নামের তকমা।
খয়েরি টেবিলের দু'পাশে দু'জন ; ভীরু মন হারাচ্ছে ওজন,
চোখে চোখে আর শীতল বাতাস ; ইশারায় কথোপ- কথন।
আমি আনাড়ি প্রেমিক,
সস্তা চাল ; দেখতে ভীষণ কালো।
তুমি তো নও তুমি,
তোমার মাঝে হাজার নূরের আলো।
হৃদয় জুড়ে তখন শুরু গৃহযুদ্ধ ; দাবী একটাই শুধু তোমায় চাই ।
তোমার চোখ জুড়ে তখন বিরক্ত ; আর কতো পরে মিলবে রেহাই ?
ভেঙে ফেলে দ্বিধার বাধ ; ভেঙে ফেলে সব উৎকণ্ঠা,
এগিয়ে দিয়ে ফুড মেনু বললে অর্ডার দেবে কোনটা?
আমি বললাম প্রেম খাবো ; তোমার ঠোঁটের লাল খাবো,
তোমার চোখের কার্নিশে যে কালো রেখা ; সেটা খাবো।
" সম্ভব না " তোমার ঠোঁট কাটা স্বরে স্পষ্টত প্রত্যাখান,
আমার দু'চোখ অশ্রু টলমল ; শুধু ভালবাসার আহবান।
হাতে রেখে হাত ; মিলিয়ে নিশ্বাসে নিশ্বাস,
কত আকুতি বিনতি ; দিলাম কত আশ্বাস।
এক ঝটকায় হাত ছাড়িয়ে ;
চোখে থেকে চোখ ; উড়িয়ে দিয়ে সব নিরন্তর সম্ভাবনা।
গর্জে উঠে বললে তুমি ;
তোমায় আমায় চোখে ধরে নি ; তাই ভালবাসা সম্ভব না।