আমি তোমার সৌন্দর্যে এতো আকুল নিমগ্ন ; এত ব্যকুল বিমোহিত,
যেন কোন এক বিশাল তপসে মাছ ; অতি সযত্নে করা হিমায়িত।
যেন কোন এক সদ্য যৌবন পাওয়া কিশোর ; যার চোখ আটকে থাকে কোন রমণীর গালের তিলে।
যেন কোন এক শিকারি গাংচিল উড়ে চলছে ; যার চোখ আটকে থাকে শিকারের খোঁজে বিলের জলে।
যেন কোন এক হিংস্র চিতা বাঘ ; হামলে পরার প্রতীক্ষা ; অপেক্ষা শুধু কোন এক মায়াবী হরিণের।
যেন কোন এক মায়াবী ময়ুরপংখী ; নেচে ওঠার প্রতীক্ষা ; অপেক্ষা শুধু একটু মেঘের গর্জনের।
আসলে আমি প্রেমে নয় ; তোমার রুপের মোহে পড়েছি বাঁধা।
আসলে আমি জলতে চাই ; তোমার মনের ওই অনলে সদা।
দাও ঢেলে গরম জল ; পুরে যাক এই দু চোখ,
জলতে দাও বিষাক্ত বেদনে ; আমি অন্ধ হতে চাই।
যাক হয়ে দুনিয়া কালো ; লুকাক আধাঁরে তোমার মুখ,
আমি তোমার রুপ নয় ; শুধু তোমায় ভালবাসতে চাই।