প্রিয় চন্দ্রদেবী,,,

      কেমন আছো ? নিশ্চয় অনেক বিলাসে আছো।
               সুখে থাকতে পারবে না গো; ওটা যে
            আমার শার্টের বুক পকেটে রেখে গেছো।

       আমি আছি ভালো ; হাল্কা হাওয়ায় পাচ্ছি বেগ।
       হাওয়া চিড়ে উড়ছি দেখো ; এই আমি শুভ্র মেঘ।
                     এই পিশাচটা মরেছে কাল,
                     কত চিৎকার ; হল সৎকার ;
                    শুধু প্রেমের পড়লো আকাল,
                        কিছু কষ্ট ; কিছু যাতনা,
                          কিছু নীলাম্বরী বেদনা,
               সাথে জ্বলছিলো পিশাচটার কংকাল।

                তারপর ; তোমার বাসর কেমন হলো?
            ঠোঁটে নাকি ঘাড়ে? কোথায় সে চুমু খেলো?
                    আমি তো চুমু আকতাম পায়ে,
             চুমু ছুড়তাম তোমার রুপোর ললাট বেয়ে।

            আমি তো আছি বেশ ; কাটছে ভালোই দিন
      মাতাল হয়েছে মস্তিষ্কটা ; ঠোঁটে জলছে নিকোটিন।
             দ্রব্যমূল্য আমায় নিয়ে খেলছে ছিনিমিনি,
    নিকোটিনটা ছিল আট টাকা; এখন ন'টাকাতে কিনি।

              অতপর : থেকো ভালো,থেকো প্রেমে;
                           আকাশটায় মিশে।
          আমিতো ; জোছনার খোজে ঘড় বানিয়েছি;
                         ল্যাম্পপোস্টের নীচে।

                                                         ইতি
                                                    ---------------
                                                         মেঘ